SCMS

সভাপতির বাণী

“হরিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়” ‍দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন ১নং বুলাকীপুর ইউনিয়ন এর অর্ন্তগত হরিপাড়া মৌজায় ঢাকা –দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ১০ ‍বিঘা জমির উপর বিশাল খেলার মাঠ, একাডেমিক ভবনসহ দ্বিতল ভবন, পর্যাপ্ত শ্রেণী কক্ষক , গ্রন্থাগার, ল্যাবরেটরি ও মিলায়তনসহ অবস্থিত । বিদ্যালয়ের বর্তমান ছাত্র/ছাত্রীর সংখ্যা ৪৫০ জন । বিগত এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক । আমি বর্তমানে অত্র বিদ্যালয়ের সভাপতি । ব্যাবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ও দক্ষ প্রধান শিক্ষকের নেতৃত্বে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা প্রতিষ্ঠানটি শিক্ষার সুষ্ঠপরিবেশ বজায় রেখে সুন্দরভাবে পরিচালিত হইতেছে । ইহা ছাড়া্ও সরকারের ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের সাথে একাত্ততা ঘোষনা করে বিদ্যালয়ের নামে ওয়েবসাইড খোলায় আমি অত্যান্ত আনন্দিত । কারন এর মাধ্যমে বিদ্যালয়ের যাবতিয় তথ্য উপাত্ত যা ওয়েবসাইডে সংরক্ষিত থাকবে তা সংশ্লিষ্ঠ কার্যালয়, ছাত্র/ছাত্রী অবিভাবক ও অন্যান্যদের নিকট দেয়ার ও  পাওয়ার অধিকার ‍নিশ্চিত করবে ।প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ব্যাবস্থাপনা কমিটির সদস্য বৃন্দের ‍নিকট থেকে সকল প্রকার সহযোগিতা এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করে শেষ করছি ।

সভাপতি
হরিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়